টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ ৩, গ্রেপ্তার ২

টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইল-৫ ( সদর) আসনে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসীদের গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, গ্রেপ্তার আসামিদের নাম জানা গেছে। তারা হলেন- ফারুক হোসেন ও কামরুল। তাদের হাতে অস্ত্র ছিল।

এর আগে রোববার (২৪ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল-৫ ( সদর) আসনের বাঘিল ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালান বিভিন্ন প্রার্থীর সমর্থকরা। এসময় অতর্কিত হামলা চালায় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে তিনজন গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ