বগুড়া-৪ আসনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

কাহালু প্রতিনিধি: শনিবার (৩০ ডিসেম্বর) কাহালু উপজেলায় বেলা ১২ টায় “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুর রশিদ ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদ হাসান।

এতে সভাপতিত্ব করে কাহালু উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোছা‍ঃ মেরিনা আফরোজ।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল), কাহালু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বগুড়া-৪ আসনের কাহালু উপজেলার সকল কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য ভোটগ্রহণকারী কর্মকর্তা।

এসময় রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসারদের দিক নির্দেশনা প্রদান করে তাদের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পাদনের জন্য আহবান জানান ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ