পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ নেই, বেড়েছে শীতের প্রকোপ

পঞ্চগড় প্রতিনিধি:  পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ নেই। তবে চারদিন ধরে মেঘলা আকাশ ও কুয়াশার কারণে ঠিকমত দেখা মেলেনি সূর্যের। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। দেখা দিয়েছে জনদুর্ভোগ। রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে সর্বত্র।

এদিকে মঙ্গলবার থেকে রাতে ঘনকুয়াশা আর দিনে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। ঠিকমত সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা যেন বেড়েই চলেছে। শুক্রবারও দিনভর সূর্যের দেখা মিললেনি। শিরশির বাতাসের দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। সকালে কাজে যেতে পারছেন না দিনমজুরসহ রিকশাভ্যান চালকরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, এখানে চারদিন ধরে সূর্যের উত্তাপ নেই। কিন্ত বাতাস রয়েছে। বাতাস প্রবাহিত হওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। শুক্রবার সকাল ৯ টায় সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহষ্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি। দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি। বুধবার দিনের তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১