বগুড়ায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় সকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। মাঘ মাস শুরু না হলেও হাড় কাঁপানো শীতের ঠান্ডায় চরম বিপাকে এ অঞ্চলের মানুষ। অনেকেই ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন।  উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে সারাদিন সূর্যের দেখা মেলেনি এই জেলায়। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে মহাসড়কে গুলোতে । শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া  শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে অতিরিক্ত ঠান্ডা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় ঠান্ডার মাত্রা অনেক গুণ বেড়েছে। এ অবস্থায় বিপাকে পড়েছে উত্তরের জেলা বগুড়ার মানুষজন। শীতবস্ত্র না থাকায় দরিদ্র শ্রেণির মানুষজনের কষ্ট আরও বেড়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের অপারেটর আনোয়ার জানান, শুক্রবার জেলায় তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা এ বছরে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে এখন মৃদু শৈত্যপ্রবাহ জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১