বগুড়ায় কুয়াশা ও শীতে বিপর্যস্ত জীবনযাত্রা

মমিন রশীদ : উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ায় বাড়ছে শীতের প্রকোপ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জনপদের স্বাভাবিক জীবনযাত্রা।

উত্তরের হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষ। গত দুইদিন ধরে সূর্যের দেখা মেলেনি। ফলে বগুড়ায় এবার শীতে জনদুর্ভোগ বেড়েছে। শীতের কারনে কাজে যেতে না পারায় শ্রমজীবী মানুষ অর্থাভাবে খাদ্য ও শীত বস্ত্রও কিনতে পারছেন না।

ঘন কুয়াশা থাকায় দিনের বেলায় মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমুল মানুষসহ অনেকে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিমেল বাতাস। অনুভূত হচ্ছে তীব্র শীত। দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষ। বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া জনসাধারণ।

বগুড়া শহরের মালগ্রাম এলাকার ভ্যানচালক হোসেন আলী বলেন, কয়েক দিন ধরে কুয়াশা আর শৈত্যপ্রবাহ চলছে। শহরে জনমানুষ কম সেই সঙ্গে ঠাণ্ডা বাতাসে বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে।

নামাজগড় এলাকায় রহমান নামে এক দিনমজুর বলেন, শীতে মানুষ কাঁপছে। কিন্তু তাদের সহায়তায় রাজনৈতিক নেতা আর জনপ্রতিনিধিদের দেখা নেই।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১