বাংলাদেশে মুক্তির অনুমতি পেল মোশাররফ করিমের ‘হুব্বা’

বগুড়া নিউজ ২৪: বাংলাদেশে মুক্তির অনুমতি পেল মোশাররফ করিমের ‘হুব্বা’। আগামী শুক্রবার (১৯ জানুয়ারি) ভারতের সঙ্গে একইদিনে দেশের সিনেমাহলগুলিতে দেখা যাবে ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটি।

এ তথ্য নিশ্চিত করেছে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আজ শনিবার তাদের ফেসবুক পেজে জানায়, ‘১৯ জানুয়ারি, আপনারা দেখবেন ‘হুব্বা’, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।’

এ বিষয়ে জাজ কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমকে বলেন, ‘অবশেষে সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমিত পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাঁধা নেই। আশা করছি ক্রাইম থ্রিলারভিত্তিক সিনেমাটি এ দেশের দর্শককে মুগ্ধ করবে।’

ছবিটি বাংলাদেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছে জাজ। শুরু হচ্ছে প্রচারণার তোরজোরও।

এদিকে হুব্বা মুক্তি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ছবি। সেখানে ভয়ানক এবং দুর্ধর্ষ তার চেহারা। তবে শুধু কি দেয়াল, যাত্রীবাহী বাসের গায়ে এবং অটোগাড়ির পেছনেও জায়গা করে নিয়েছেন মোশাররফ করিম।

কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল সিনেমাটির ট্রেলার। দর্শক লুফে নিয়েছেন সেটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়েছে মোশাররফ করিমের দুই বাংলার ভক্তদের উচ্ছ্বাস। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও এই অভিনেতা অসংখ্য ভক্ত রয়েছে।

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে পরিচিত ছিলেন এই হুব্বা। খুন, মারামারি, মাদক চোরাচালানসহ নানা অপরাধে তার দাপট ছিল। অসংখ্য মামলার এই আসামি একপর্যায়ে নির্বাচনেও দাঁড়ান!

বৈচিত্র্যে ভরা সেই চরিত্রেই কাজ করেছেন মোশাররফ করিম। ফ্রেন্ডস কমিউনিকেশনস প্রযোজিত এই সিনেমায় পুলিশের ভূমিকায় আছেন ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্ত। বিভিন্ন চরিত্রে আরও আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১