আদমদীঘিতে জুয়াড়িসহ গ্রেফতার-৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার সময় সরঞ্জাম তিন জুয়াড়িসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে আদমদীঘি উপজেলার ছাতনীগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকার পশ্চিম ছাতনী গ্রামস্থ জনৈক মোহাম্মাদ মাসুদের পুকুরের পশ্চিম পাড়ে জুয়া খেলার সময় সরঞ্জামসহ তিনজনকে জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এরা হলো, আদমদীঘি উপজেলার পশ্চিম ছাতনী গ্রামের রবিউল ইসলামের ছেলে সোহাগ হোসেন, হেলাল সরদারের ছেলে ফেরদৌস হোসেন ও ঢেকড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন এদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। এছাড়া আদারতের গ্রেফতারি পরোয়ানামুলে পূর্বছাতনী গ্রামের মোজাহার আলীর ছেলে শাহিনুর আলম ও মঞ্জু সরদারের স্ত্রী মারিনা খাতুন এবং সন্দেহজনক ভাবে ডালম্বা গ্রামের কাশেম সরদারের ছেলে শিপন ওরফে রবিনকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, বিকেলে গ্রেফতারকৃত ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১