ছিনতাইকারীর কবলে বগুড়া রেলওয়ে স্টেশনের তিন সহকর্মী

ষ্টাফ রিপোর্টার: বগুড়া রেলওয়ে স্টেশন এলাকায় বেড়েছে ছিনতাইকারীর দৌরাত্ম। রাত গভীর হলেই যাত্রীদের টার্গেট করে নির্জন জায়গায় কৌশলে করা হচ্ছে ছিনতাই।

বাদ যায়নি বগুড়া রেলওয়ে স্টেশনের স্টাফও। সোমবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১২ টার দিকে ছিনিতাইকারীর কবলে পড়েন রেলওয়ের স্টেশনের তিনজন স্টাফ। স্টেশনের অদূরে কালাবাজারের পাশে ছিনতাইকারীদের কবলে পড়েন তারা।

ছিনতাইকারীর কবলে পড়া বিপ্লব, নয়ন ও আবুল কালাম নামে বগুড়া রেলওয়ের তিন স্টাফের সাথে কথা বলে জানা যায়, বগুড়া রেলওয়ে স্টেশনে কর্মরত ওই তিনজনের মধ্যে বিপ্লব পাশেই সেউজগাড়ি এলাকায় একটি মেসে থাকেন। অফিসের কাজ শেষ করে সোমবার রাত আনুমানিক ১২ টার দিকে বিপ্লবকে এগিয়ে দিতে অপর দুই সহকর্মী নয়ন ও কালাম তার সাথে যায়। স্টেশনের প্লাটফর্মের শেষে কালাবাজারের পাশে পৌঁছালে রাস্তা থেকে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের চোখে টর্চের আলো ধরে। তখন মোটরসাইকেলে থাকা দুইজন এগিয়ে আসে তাদের দিকে। এসময় বিপ্লবকে তারা চাকু ধরে কাছে থাকা জিনিসপত্র ও টাকা দিতে বলে। তবে বিপ্লবের সাথে থাকা তার অপর দুই সহকর্মী ছিনতাইকারীদের কাছে নিজেদের পরিচয় দেন। এতেও ছিনতাইকারীরা তাদের ছেড়ে দেয় না। একপর্যায়ে ৫ হাজার টাকা দাবি করে ছিনতাইকারীরা। এসময় নয়ন নামের রেলওয়ে স্টেশনের এক স্টাফ কোশলে সহকর্মী বিপ্লবকে ছিনতাইকারীর চাকুর হাত থেকে ছাড়িয়ে নেয়। তখন হাতাহাতির একপর্যায়ে ছিনতাইকারীরা দৌঁড়ে বাইক নিয়ে পালিয়ে যায়।

এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, বগুড়া স্টেশনের আশেপাশে ছিনতাই বেড়ে গিয়ছে। বিশেষ করে রাত ১০ টা ও ১১ টার দিকে রংপুর ও সান্তাহার থেকে আসা ট্রেনের যাত্রীরা এই ছিনতাইকারীদের কবলে বেশি পড়ছে। ক’দিন আগে এক যাত্রী ট্রেন থেকে নেমে রাস্তার পাশে গেলে ছিনতাইকারীর কবলে পড়েন। তার কাছে থাকা ২ হাজার টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা।

স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, ‘আমি ইতিমধ্যে স্টেডিয়াম ফাঁড়িতে ছিনতাইয়ের বিষয়টি জানিয়েছি। তারা দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।’

বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, ‘গতকাল রাতের ছিনতাইয়ের ঘটনাটি স্টেশনের বাইরে কালাবাজারের পাশে ঘটেছে। তবে এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেজন্য স্টেশন এলাকায় আমরা যাত্রীদের নিরাপত্তা জোরদার করেছি।’

এ ব্যাপারে বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ইনচার্জ) আবু সিদ্দিক জানান, ‘বগুড়ায় রেলওয়ে স্টেশন থেকে ছিনতাইয়ের বিষয়টি আমাদের জানানো হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১