চিরকুট লিখে টাকা আদায় চক্রের ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি করে একটি মোবাইল নম্বর লিখে চিরকুট ফেলে আসা সংঘবদ্ধ চক্রের ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল।

(২৪ ডিসেম্বর) বুধবার দুপুর বারোটায় র‌্যাব-১২ বগুড়ার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গত ১১ জানুয়ারি কাহালু উপজেলার নারহট্ট এলাকায় বেলালুর রহমানের (৫৯) ডিপ টিউবওয়েলের সাথে থাকা বৈদ্যুতিক মিটার অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বেলালুর রহমানের (৫৯) কাহালু থানায় একটি মামলা দায়ের করে। এই মামলার সূত্র ধরে র‌্যাব-১২ একটি অভিযানিক দল আসামি গ্রেফতার করতে তৎপর হয়ে ওঠে। র‌্যাব-১২ বগুড়ার সেই আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় (২৩ জানুয়ারি) রাত নয়টার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা বৈদ্যুতিক মিটার চুরির সক্রিয় ০২ জন সদস্যকে গ্রেফতার করে। আসামিরা হলো কাহালু উপজেলার নহরাপাড়া গ্রামের মৃত আঃ গোফ্ফার সরদারের পুত্র ওমর ফারুক (২১) ও কাহালু উপজেলার শিলকহোর দক্ষিণপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের পুত্র সাজু মন্ডল (৪০) এসময় উক্ত আসামিদের কাছ থেকে ০১ টি রড কাটার বড় লোহার কাঁচি ও মোবাইল নাম্বার সংবলিত ০৬ টি চিরকুট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাহালু থানা সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১