হঠাৎ সভা ডাকলেন রওশন এরশাদ

বগুড়া নিউজ ২৪: জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে সভা ডেকেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সভার বিষয়টি নিশ্চিত করেছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ।

জানা গেছে, রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রওশন এরশাদের গুলশানের বাসভবনে সভাটি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ বলেন, আগামী ২৯ জানুয়ারি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে ম্যাডামের মেয়াদ শেষ হচ্ছে। সেই সঙ্গে জাপায় যে অস্থিরতা চলছে সে বিষয়েও ম্যাডাম নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝার চেষ্টা করবেন। যেসব নেতাকর্মী পদত্যাগ করেছেন কিংবা বহিষ্কার হয়েছেন তারা ম্যাডামের সঙ্গে দেখা করে পদক্ষেপ নিতে বারবার অনুরোধ জানাচ্ছিলেন, সে কারণেই এ সভা ডাকা হয়েছে।

এদিকে জাপা থেকে অব্যাহতি প্রাপ্ত প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সফিকুল ইসলাম সেন্টু রওশন এরশাদের ডাকা সভায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাপার দুই নেতার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলটির ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ৬৭১ নেতাকর্মী পদত্যাগ করেন।

তিনি বলেন, আগামীকাল ম্যাডাম যে সভা আহ্বান করেছেন আমরা সেখানে থাকবো। দেখি তিনি কি নির্দেশনা দেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১