বগুড়া নিউজ ২৪: প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডাক পেয়েছেন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৫৪৯ জন নারী। আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি।
শনিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার থেকে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। টানা তিন দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি করা হয়। ৪৮টি আসনের বিপরীতে এবার সংরক্ষিত নারী আসনে ১৫৪৯টি মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন দলটি।
Please follow and like us: