নন্দীগ্রামে সরিষা ক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে সিংজানী মাঠের সরিষাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্ধগলিত হওয়ার কারণে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সে ব্যাপারে ধারণা করতে পারছে না পুলিশ।
 মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সিংজানী মোড়ের পাশে গোয়ালিয়া মাঠে জনৈক মাহফুজের সরিষাক্ষেত থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। উপুর হয়ে থাকা মরদেহের পরনে ছিল লুঙ্গি ও জ্যাকেট।
থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, জমিতে সরিষা কাটতে গিয়ে স্থানীয় লোকজন অর্ধগলিত লাশ দেখে খবর দেয়। ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে হত্যা বা মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
এ প্রসঙ্গে সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. ওমর আলী বলেন, সিংজানী গোয়ালিয়া মাঠের সরিষাক্ষেত থেকে উদ্ধার যুবকের মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা করছি। বর্তমানে এই ব্যাপারে তদন্ত চলছে।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ