ময়মনসিংহে সাতদিনব্যাপী বিসিক উদ্যোক্তা মোলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় টাউন হল মাঠে সাত দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বিসিক ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডঃ মোঃ আলমগীর হোসেন, নাসিব ময়মনসিংহ এর সভাপতি জহিরুল ইসলাম আকন্দ লিটন বিসিক এর ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্হাপক উম্মে সালমা । সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোঃ মাকসুদ চৌধুরী। আগামী ৪ মার্চ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।

মেলায় ৫৭টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন রকমারি পন্য, বিশেষ করে তৈরি পোশাক হস্ত শিল্প, খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে। এর পুর্বে বিভাগীয় কমিশনার পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন মেলা বাংলার ঐতিহ্য, তিনি আরো বলেন আমাদের নারীরা এখন পিছিয়ে নেই, তারা দেশের অর্থনীতির চাকা এগিয়ে নিয়ে যাচ্ছেন। হস্ত ও খুদ্র শিল্পে তাদের অবদান অপরিসীম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ