পিআইবিতে সাংবাদিকদের অভিযোগ প্রতিকার (GRS) বিষয়ে অংশীজনের অবহিত করণসভা অনুষ্ঠিত 

ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাংবাদিক জোটের বিভিন্ন বিভাগের সাংবাদিকদের সঙ্গে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর উদ্যোগে সাংবাদিকদের অভিযোগ প্রতিকার (GRS) বিষয়ে অংশীজনের অবহিত করণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ ২০২৪ মঙ্গলবার বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ ।
এ সময় পরিচালক প্রশাসন মোঃ জাকির হোসেন, পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম সৈকত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ডঃ মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ সাংবাদিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাংবাদিক জোটের বিভিন্ন বিভাগের সাংবাদিকদের মধ্যে বগুড়া জেলা শাখার সভাপতি রায়হানুল ইসলাম, রাজশাহী জেলার আরিফুল ইসলাম গালীব, নাটোরের আকরাম খান, সিরাজগঞ্জের তরিকুল ইসলাম, গোপালগঞ্জের মাহফুজ আহমেদ সহ মোট ৩৭জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। -খবর বিজ্ঞপ্তী
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ