বগুড়ায় যাত্রা শুরু করল রুচিশীল পোশাকের সমাহার নিয়ে “মুয়াদ ও আঙ্গীনা”

ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরের জলেশ্বরীতলায় কালী মন্দিরের পশ্চিম পাশে রুচিশীল পোশাকের সমাহার নিয়ে যাত্রা শুরু করেছে “মুয়াদ ও আঙ্গীনা”। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে শোরুমটির উদ্বোধন করেন জলেশ্বরীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর আখতারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জলেশ্বীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস তালুকদার বাবু, বিডিএম শাকিল আহম্মেদ মন্ডল মুয়াদ, রাজশাহী ও রংপুর ডিভিশনের এরিয়া ম্যানেজার জামাল হোসেন, আইএফআইসি ব্যাংক পিএলসি বগুড়া ব্যাঞ্চ ম্যানেজার তাজমিলুর রহমান, প্রবাসী আমিনুল হক।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর আখতারুল ইসলাম তালুকদার জানান, রুচিশীল মানুষদের পেশাকের সমাহার নিয়ে যাত্রা শুরু করল মুয়াদ ও আঙ্গীনা। উদ্বোধন উপলক্ষে থাকছে বিশেষ ছাড়। এখানে পাওয়া যাবে মেয়েদের শাড়ী, থ্রি-পিচ, লেহেঙ্গা, টু-পিচ, ওয়ান-পিচ, টপস, লেগিন্স, জিন্স, ছোটদের ফ্রক, জিন্স, গেঞ্জি, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পলো শার্ট, টি-শার্ট। বড়দের পাঞ্জাবি, পায়জামা, কোটি, শার্ট, প্যান্ট, গ্যাভাডিন প্যান্ট, ফরমাল প্যান্ট, ফরমাল শার্ট, টিশার্ট, পলো শার্ট, গেঞ্জি, টাই, বেল্ট, মানি ব্যাগ।
Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ