বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্টকে ১ লাখ টাকা জরিমানা

ষ্টাফ রিপোর্টার: ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে ‘বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট’ নামে এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩ টার দিকে সদরের তিনমাথা এলাকায় প্রতিষ্ঠানের মালিক রফিককে এ অর্থদণ্ড দেওয়া হয়। এসময় অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী বলেন, মঙ্গলবার সদরের বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয় প্রতিষ্ঠান বগুড়া জেলা প্রশাসকের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায় তিনমাথা এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে বগুড়া সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠান। এছাড়াও বিষ্ফোরকসহ প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি ব্যাবসা পরিচালনা করে আসছে। তখন ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।

তিনি আরো বলেন, যেখানে সেখানে এলপিজি গ্যাস বিক্রির ডিলারশিপ না দেওয়ার জন্য কোম্পানিগুলোকে সতর্ক করা হয়েছে। সেই সাথে ডিলারশিপ দেওয়ার আগে প্রয়োজনীয় লাইসেন্সসহ নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে বগুড়া জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ