বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দিল মুনলাইট

ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরের চেলোপাড়ার রেল লাইনের পাশে বস্তিতে আগুনে নিঃস্ব ১৪ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে মানবিক সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি।

বুধবার (১৩ মার্চ) দুপুরে বগুড়া পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস তাদেরকে এসব সহযোগিতা তুলে দেন।

প্রতি বস্তায় পাইজাম চাল, ডাল, ছোলা বুট, সয়াবিন তেল, চিনি লবণসহ অন্যান্য খাবার রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনসহ ক্ষতিগ্রস্তদের মাঝে এই খাবার বস্তা তুলে দেন।

এ সময় মূনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী সদস্য মঞ্জুরুল হক টুটু, কো-অর্ডিনেটর জুয়েল খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ গত ১১ মার্চ দুপুরে শহরের চেলোপাড়া চাষী বাজারের পাশে রেল বস্তিতে আগুনে ১৪ টি পরিবারের বসত ঘর পুড়ে তারা নিঃস্ব হয়ে পড়েন। তাৎক্ষণিক জেলা প্রশাসনও তাদেরকে সহযোগিতা প্রদান করেছিল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ