ব্যাটিং নিয়ে হতাশ টাইগার কোচ, মিস করছেন মুশফিককে

বগুড়া নিউজ ২৪: খালেদ-শরিফুলদের ব্যাটিং দৃঢ়তায় সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে থেমেছে বাংলাদেশ। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারী শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে কিছুটা চাপে রেখেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে পাওয়া ৯২ রানের লিডের সৌজন্যে দ্বিতীয় দিন শেষে ২১১ রানে এগিয়ে গেছে সফরকারীরা। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান।

টেস্টে মুশফিক আস্থার নাম বহু বছর ধরেই। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে তাই তার না থাকায় ক্ষতির সঙ্গে সুযোগও দেখছেন টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটায় জানায় হেম্প।

তিনি বলেন, ‘অভিজ্ঞ কেউ না থাকা যেকোনো দলের জন্যই ক্ষতি। তবে মুশফিকের জায়গায় যে খেলছে, তার জন্য এটা ভালো সুযোগ। এই ইনিংসে (শাহাদাত হোসেন) দিপুর ফুট মুভমেন্ট ভালো ছিল। অ্যাটাকিং কিংবা ডিফেন্ডিং, মুভমেন্ট ভালো ছিল। এটা ভালো লক্ষণ। এই সিনিয়র ক্রিকেটাররা না থাকলে কি হবে সেটাও ভাবতে হবে। একসময় না একসময় তো এটা হবেই। তাই মুশফিকের মতো কারও অনুপস্থিতি অবশ্যই হতাশার। তবে এগুলো মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।’

হেম্প আরও বলেন, ‘শ্রীলঙ্কার পেসাররা আজ দারুণ বল করেছে। ভালো লেন্থে বল করেছে। আমার মনে হয় ব্যাটাররা ক্রিজে আটকে থাকার জন্য দুশ্চিন্তায় ছিল। আমরা এটা নিয়ে আজ কথা বলব। ওদের বোলারের সাথে কীভাবে মানিয়ে নিতে হবে সেটা নিয়ে কথা বলতে হবে। আমরা রান করতে চাচ্ছি, তবে ক্রিজে একটু বেশি থমকে যেতে হচ্ছে। আবার এমন অনেক বল খেলছে যেগুলো ডিফেন্ড করা উচিৎ।’

সিলটের উইকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক ব্যাটার বলছে উইকেট ভালো। শেষ সেশনে কিছু বল নিচু হয়ে এসেছে। তবে এগুলো ওয়াইড ডেলিভারি ছিল। কাল খুব বেশি পরিবর্তন আশা করছি না।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ