আত্মসংযম ও আত্মশুদ্ধির মধ্যে দিয়ে সমাজের পিছিয়েপড়া মানুষদের এগিয়ে নিতে হবে-এসপি সুদীপ

প্রেস বিজ্ঞপ্তি: রোববার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের সকলকে সমাজের ভালকাজে অংশ নিতে হবে। নিজেকে সাবলম্বী করলে হবে না। সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকেও এগিয়ে নিতে হবে। রমজানের শিক্ষা গ্রহন করতে। আমাদের সংযম ও আত্মশুদ্ধি করতে হবে। এদেশের মানুষ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের পথে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে উন্নত জাতিতে। যার পরিকল্পনা ঘোষণা করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। তাই এই সমাজের সকলকে এগিয়ে নিতে হবে একে অপরের সহযোগিতায়। তাই আমাদের সকলকে আত্মসংযম ও পরিশুদ্ধ মানুষ হয়ে উঠতে হবে।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী চিকিৎসার জন্য নামুজা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা ঠান্ডুকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ খোন্দকার কামাল হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ শহিদুল আলম তাপস, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউন নবী, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, বগুড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, ভাষা সৈনিক গাজীউল হক পুত্র রাহুল গাজী, অত্র প্রতিষ্ঠানের গভর্নি বডির অভিভাবক সদস্য অধ্যাপক ডাঃ শাজাহান আলী ও সাইরুল ইসলাম এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন প্রভাষক মোস্তাকিম হোসাইন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ