প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্য মন্ত্রীর নিদের্শ

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন  প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান  অবশ্যই উন্নত করতে হবে। মফস্বলের রোগীদের স্বাস্থ্য  সুরক্ষার জন্য পরিবার পরিকল্পনা বিভাগ কাজ করছে। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে  বলেন সকল  শ্রেণির রোগীর মান সম্মত চিকিৎসা দিতে হবে। এসব কথা স্বাস্থ্য মন্ত্রী  ডা. সামন্ত সেন লাল গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও  বলেন আমি এমনিতেই  হাসপাতাল গুলো পরিদর্শন করতে এসেছি। পরিদর্শন কালে তিনি হাসপাতালের কর্তৃপক্ষ কে বলেন   ব্যবহৃত  ময়লা আবর্জনা গুলো পরিষ্কার পরি ছন্ন করতে। এছাড়া তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে  সেবার মান কথা বলে এবং  প্রতিটি ওয়ার্ড  সহ টিকা স্থান সমূহ  পরিদর্শন করেন। তিনি  হাসপাতালের নতুন ও পুরাতন ভবনের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, স্বাস্থ্য মন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ, ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মীঠু এবং  হাসপাতালের বিভিন্ন বিভাগীয় ডাক্তার  নার্সগণ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০