বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের ৫৪তম জন্মদিন আজ

বগুড়া লেখক চক্রের সভাপতি ও লিটল ম্যাগাজিন ‘দোআঁশ’, ‘নিওর’ ও বগুড়া লেখক চক্রের মুখপত্র ‘ঈক্ষণ’ এর সম্পাদক কবি ইসলাম রফিকের ৫৪তম জন্মদিন আজ। তিনি ১৯৭০ সালের ২৫ এপ্রিল বগুড়া জেলার গাবতলি উপজেলার বড় সাগাটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মোছাঃ রমিছা খাতুন (মরহুমা) ও মোছাঃ জুলেখা বেগম ও পিতার নাম মোঃ আব্দুর বারী। কবি ইসলাম রফিকের প্রকাশিত ৫টি গ্রন্থ হলো-বিজন দ্বীপে বিশ্বাসী বালিহাঁস (কাব্যগ্রন্থ ২০০৭), কবিতার কাছে ফিরে আসা (গদ্যগ্রন্থ ২০১৪), পথে পথে শেখা প্রেমে প্রেমে লেখা (গদ্যগ্রন্থ ২০১৫), নিরালা রোড (কাব্যগ্রন্থ ২০১৭) এবং বিশ্বাসী নারীর শরীরের মতো (কাব্যগ্রন্থ ২০২১)। কবি এবং সংগঠক হিসেবে ইতোমধ্যে তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কারসমূহ হলো-বগুড়া জেলা প্রশাসন পদক ২০০৮, চিহ্ন সম্মাননা ২০১১, পাঠকপণ্য পাঠশালা সম্মাননা ২০১১, পুনশ্চ পুরস্কার ২০১২, সমুজ্জল সুবাতাস পুরস্কার ২০১৭ ইত্যাদি। তিনি দুই সন্তানের জনক। মেয়ে ডাঃ সাদিয়া আফরিন তুয়া টিএমএসএস হাসপাতালে কর্মরত এবং ছেলে তকী তাহমিদ ইফাজ ঢাকায় একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।

কবি-সম্পাদক ইসলাম রফিকের জন্মদিন উপলক্ষে বগুড়া লেখক চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা কবি বজলুল করিম বাহার, কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি শোয়েব শাহরিয়ার, কথাসাহিত্যিক সাজাহান সাকিদার, কবি খৈয়াম কাদের, এ্যাড. পলাশ খন্দকার, প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, সংস্কৃতজন গোলাম সাকলায়েন বিটুল, কবি শিবলী মোকতাদির, কবি মাহমুদ হোসেন পিন্টু, সহসভাপতি কবি ওয়ায়েজ রেজা, সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম ও কামরুন নাহার কুহেলী, সহসাধারণ সম্পাদক এম রহমান সাগর, গণসংযোগ সম্পাদক এস এম আনিছুর রহমান, কবি সিকতা কাজল এবং বগুড়া জীবনানন্দ পরিষদের সাধারণ সম্পাদক সাফওয়ান আমিন ও কবি শাহাদত হোসেন

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০