বগুড়ার মহাস্থান আন্ডারপাস দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

মহাস্থান প্রতিনিধি: বগুড়া টু রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলায় মহাস্থান আন্ডারপাস দখল করে দীর্ঘদিন যাবৎ অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলো তরমুজ ব্যবসায়ীরা।

তরমুজ ব্যবসায়ি ছাড়াও মহাস্থান এলাকার আন্ডারপাস মাছ ব্যবসায়ি, অটোভ্যান এবং সিএনজি অটোরিক্সার চালকদের দখলে ছিলো। এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে মহাস্থান আন্ডারপাসে অভিযান পরিচালনা করেন ইউএনও তাহমিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান রোমেল। অভিযান পরিচালনার বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার গণমাধ্যমকে বলেন, মহাস্থান আন্ডারপাস ও রাস্তা দখল করে তরমুজের ব্যবসা গড়ে উঠেছিলো। এর ফলে পঁচা ও নষ্ট তরমুজের ভাগারে পরিণত হয়েছিলো এই আন্ডারপাস।

পঁচা তরমুজ আন্ডারপাসের নিচে ফেলার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়েছিলো। ফলে পথচারী ও যান চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিলো। দ্রুত আন্ডারপাস অবৈধ দখলমুক্ত করতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০