শূন্য রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড

বগুড়া নিউজ ২৪: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়া নারী দলের অফ-স্পিনার রোহমালিয়া। গত বুধবার বালিতে মঙ্গোলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে এই বিশ্ব রেকর্ডটি গড়েন।

এই রেকর্ড গড়ার মধ্যদিয়ে রোহমালিয়া পেছনে ফেলেছেন নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডিককে। যিনি ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

মেয়েদের টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন রোহমালিয়া। আরেকজন হলেন আর্জেন্টিনার আলিসন স্তোকস (পেরুর বিপক্ষে ৩ রানে ৭ উইকেট)।

মঙ্গোলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে ইন্দোনেশিয়া। জবাবে মাত্র ২৪ রানে অলআউট হয়ে যায় মঙ্গোলিয়া। নিজে প্রথমবার বল হাতে নিয়েই উইকেটের দেখা পান রোহমালিয়া। সবমিলিয়ে ৩.২ ওভার বল ঘুরিয়ে এক রানও খরচ করেননি তিনি। ৭ জন ব্যাটারই শূন্য রানে আউট হয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০