গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেল ২৯ প্রতিষ্ঠান

বগুড়া নিউজ ২৪: গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেয়েছে ১২ খাতের ২৯ প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কারখানাগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

এবারের দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, শোভন কর্মপরিবেশ; গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সম্মেলন কেন্দ্রের সামনে সংক্ষিপ্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী, সচিব মো. মাহবুব হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।

যেসব প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে

তৈরি পোশাক (ওভেন)

১. এআর জিনস প্রডিউসার লিমিডেট, আশুলিয়া, সাভার, ঢাকা
২. মাহমুদা অ্যাটার্স লিমিটেড, ধামরাই, ঢাকা
৩. ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেড ভবানীপুর, সদর, গাজীপুর
৪. ডিজাইনার ফ্যাশন লিমিটেড, আশুলিয়া, সাভার, ঢাকা
৫. সাউদার্ন গার্মেন্টস লিমিডেট, জিরাবো, আশুলিয়া, ঢাকা

তৈরি পোশাক (নিট)
১. পাকিজা নিট কম্পোজিট লিমিটেড, সাভার, ঢাকা
২. ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ
৩. লায়লা স্টাইল লিমিডেট, বাহাদুরপুর, শিকদারবাড়ি, গাজীপুর
৪. জিএমএস টেক্সটাইল লিমিটেড, কালিয়াকৈর, গাজীপুর
৫. জেনেসিস ফ্যাশনস লিমিটেড, কড্ডা নান্দুন, কড্ডা বাজার, গাজীপুর
৬. অকো টেক্স লিমিডেট, দক্ষিণ পানিশাইল, কাশিমপুর, গাজীপুর

টেক্সটাইল
১. ফোরএইচ ডায়িং অ্যান্ড প্রিন্টিং লিমিটেড, কালারপোল, পটিয়া, চট্টগ্রাম
২. এনভয় টেক্সটাইলস লিমিটেড, ভালুকা, ময়মনসিংহ
৩. পাহাড়তলী টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস, উত্তর পাহাড়তলী, চট্টগ্রাম

গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেলো বঙ্গ বিল্ডিংসহ ২৯ প্রতিষ্ঠান

চা
১. মির্জাপুর চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
২. চাতলাপুর চা কারখানা, শমশেরনগর, কুলাউড়া, মৌলভীবাজার
৩. জেরিন চা বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
৪. গাজীপুর চা বাগান, কুলাউড়া, মৌলভীবাজার

চামড়া (ফিনিশড গুডস)
১. বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিডেট, ইসলামপুর, ধামরাই, ঢাকা
২. এপেক্স ফুটওয়্যার লিমিটেড, কালিয়াকৈর, গাজীপুর।
৩. এফবি ফুটওয়্যার লিমিটেড, কালিয়াকৈর, গাজীপুর।

চামড়া (ট্যানারি)
১. এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নয়াপড়া, অভয়নগর, যশোর

সিমেন্ট
১. লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ছাতক, সুনামগঞ্জ
২, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, তারাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

গ্রিন ফ্যাক্টরি পুরস্কার পেলো বঙ্গ বিল্ডিংসহ ২৯ প্রতিষ্ঠান

প্লাস্টিক
১. বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিডেট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ

ফার্মাসিউটিক্যালস
১. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিডেট, আউচপাড়া, টঙ্গীপাড়া, গাজীপুর

টাইলস অ্যান্ড সিরামিক
১. শাইনপুকুর সিরামিকস লিমিডেট, সারাবো, কাশিমপুর, গাজীপুর

ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক

১. ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর

খাদ্য প্রক্রিয়াজাতকরণ
১. আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিডেট, বারবাড়িয়া, সাহাবেলীশ্বর, ধামরাই, ঢাকা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০