মরণোত্তর সম্মাননা পেলেন  সাবেক মন্ত্রী মতিন খসরু

ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি: ১ মে  বুধবার স্বাস্থ্য সেবায় কুমিল্লার  ব্রাহ্মণপাড়া উপজেলার ডায়াবেটিক সমিতির ১৫ বছর উপলক্ষে ” ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিনি
বিষয়ক সেমিনার ও আপনজন সম্মাননা  প্রদান অনুষ্ঠান  কুমিল্লা মহানগরীর বাগিচা গাও ডায়াবেটিস হসপিটালের অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়েছে।  আপনজন সম্মাননা প্রদান অনুষ্ঠানেনতিন গুনি জন পেলেন মরণোত্তর সম্মাননা। এর মধ্যে  সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, সুপ্রীম কোর্টের সভাপতি  অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, কুমিল্লা -৫ এর সাবেক এমপি জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক পিপি, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান  এবং  কুমিল্লা ডায়াবেটিস হসপিটালের প্রতিষ্ঠাতা ডা.যোবায়দা হান্নান।  এদিকে আব্দুল মতিন খসরুর মরণোত্তর  সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন তাঁর ছোট ভাই জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বিএমএর  সভাপতি ডা. আব্দুল বাকি আনিস।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিস সমিতির  প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মোঃ আতাউর রহমান জসিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম এবং পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক  অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.মোহাম্মদ ইজাজুল হক, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, ব্রাহ্মণপাড়ার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক আব্দুল মতিন খসরু মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী।

বিশেষজ্ঞ  চিকিৎসক হিসেবে বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা.:শামীমা আক্তার রেখা, নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা.আব্দুল্লাহ আল হাসান, কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন চৌধুরী,জেলা বিএক এর সাবেক সেক্রেটারি ডা. ইকবাল আনোয়ার ডা. জান্নাতুল ফেরদৌস, ডা. এক এম আব্দুস সেলিম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আর এস এম  স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পি এল সি মোঃ আশিকুর রহমান চৌধুরী।
আরও বক্তব্য রাখেন জেলা সাবেক  পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক,  আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আব্দুল মোমিন ফেরদৌস,বর্তমান   সাধারণ সম্পাদক এডভোকেট মোঃজাহাঙ্গীর আলম ভূইয়া, এডভোকেট সেলিম হোসেন,চিফ মার্কেটিং অফিসার ও চিফ প্লানিং অফিসার
ইপিলিয়ন গ্রুপ প্রতিষ্ঠাতা আলী আজ্জম ফাউন্ডেশন  মোহাম্মদ জুনায়েদ আহমেদ জুয়েল, অধ্যক্ষ মফিজুল ইসলাম,  অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ আবুল হোসেন সরন, অধ্যক্ষ সৈয়দ  আব্দুল কাইয়ূম, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল রানা, বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক   ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহাম্মদ,  প্রভাষক
মোঃ রেজাউল করিম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শেষে  সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মরণোত্তর গুনিজন সম্মাননা ক্রেষ্ট প্রদান গ্রহণ করেন তাঁর ছোট ভাই জেলা আইন জীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১