যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ১১

বগুড়া নিউজ ২৪: রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে চক্রের অন্যতম মূল হোতা মারুফসহ ১১ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় আদায় করা চাঁদার ১২ হাজার ৩২০ টাকা এবং ১১টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মূল হোতা মো. মারুফ, মো. ইমরান হোসেন, মো. জাকির হোসেন, মো. রায়হান, মো. চয়ন, মো. আপন, মো. রুহুল আমিন, মো. আল আমিন, মো. তানজির, মো. এহসান আহম্মেদ সজীব ও মো. আরিফুল হাসান শাওন।

বৃহস্পতিবার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম জে সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, ২ মে ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর একাধিক অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা নেয়ার সময় চাঁদাবাজ চক্রের অন্যতম হোতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

এএসপি সোহেল আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১