চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতাদের হারিয়ে চেয়ারম্যান হলেন বিএনপির দুই বহিষ্কৃত নেতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন আশরাফ হোসেন, ভোলাহাটের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। ছবি: সংগৃহীতগোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হয়েছেন আশরাফ হোসেন, ভোলাহাটের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। অন্য একটিতে জিতেছেন আওয়ামী লীগ নেতা। আজ বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করীম নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, নাচোল উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের জয় পেয়েছেন। অন্যদিকে গোমস্তাপুর উপজেলায় আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে আনোয়ার হোসেন জয় পেয়েছেন। আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নাচোল উপজেলায় আব্দুল কাদের ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৯৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামী লীগ নেতা মো. আবু রেজা মোস্তাফা কামাল পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। আব্দুল কাদের নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দ্বিতীয়বারের মতো তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন। নাচোলে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৬ জন। ৫৭ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৪৬ হাজার ৩১৫; যা ৩৭ দশমিক ০৩ শতাংশ।

ভোলাহাট উপজেলায় আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ প্রতীকে ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। ভোলাহাটে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ২২৯ জন। ৩৮ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৭ হাজার ৬৪ জন ভোটার; যা ৪২ দশমিক ৯৮ শতাংশ।

গোমস্তাপুর উপজেলায় মোহা. আশরাফ হোসেন আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট। গোমস্তাপুরে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩০ জন। ৮৯ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ৮৭ হাজার ৫০৭ জন ভোটার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১