ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনের জামানত বাজেয়াপ্ত

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এইচ এম খায়রুল বাসার ও সংরক্ষিত আসনের ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

২০২৪ সনের ১৯ মার্চ প্রকাশিত গেজেটে ‘উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা ২০২৪’ অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থীদেরকে প্রদত্ত ভোটের ১৫ শতাংশ কম হলে জামানত বাজেয়াপ্ত করার বিধান সংযোজন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. ফারুক মিয়া জানান, এ নির্বাচনে প্রদত্ত ভোটের হিসাবের যারা কম পেয়েছেন তাদের জামানতের টাকা ফেরত পাবেন না।

এ বিধি অনুযায়ী ১৫ শতাংশে কম ভোট পাওয়ায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তিনি পেয়েছেন ১০ হাজার ৮২ ভোট। চেয়ারম্যানপদে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৫৫ ভোট। ১৫ শতাংশের হারে প্রযোজ্য ভোট সংখ্যা ১৭ হাজার ৩৭৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট ১ লক্ষ ১৫ হাজার ৫৯৬ ভোট। ১৫ শতাংশ অনুযায়ী ১৭ হাজার ৩৩৯ ভোট পেতে হবে। এরমধ্যে দিলুয়ারা আক্তার দিলু (পদ্মফুল) ১২ হাজার ৩২৪ ভোট পান, এছাড়াও তাসলিমা আক্তার কলি (কলস) পেয়েছেন ১০ হাজার ৯০১ ভোট ও মোছা. ফেরদৌসী নাসরিন (বৈদ্যুতিকপাখা) ৫ হাজার ৫৯৭ ভোট। কাঙ্খিত ভোট না পাওয়ায় এ ৩জনের জামানতের টাকা ফেরত পাচ্ছেন না।

এ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দোয়াত-কলম প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট। ৬ হাজার ৮৬২ ভোট বেশি পেয়ে আনারস প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা করেন সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা পালকি প্রতীকে ৪২ হাজার ৫০৬ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হুদা লিটন চশমা প্রতীকে পেয়েছে ২৯ হাজার ২৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: নিলুফার ইয়াসমিন হাঁস প্রতীকে ৪১ হাজার ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সালমা আক্তার রুবী প্রজাপতি প্রতীকে পেয়েছে ২১হাজার ৯৩৩ ভোট।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১