বগুড়ায় দুই যুবক ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে দুই যুবক ছুরিকাহত হয়েছে। আহতদের মধ্যে মালগ্রাম উত্তরপাড়া এলাকার মো: রব্বানী (৩৫) কে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ বৃহষ্পতিবার (২৩ মে) দুপুর পৌনে ২টার দিকে বগুড়া শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন যুবক রব্বানীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেন।

এদিকে গতকাল বুধবার রাত ১২টার দিকে বগুড়া শহরের রানার সিটির (সুইপার কলোনির) সামনে রানা নামে এক যুবককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আহত রানা শহরের হাড্ডিপট্টি এলাকার মনির হোসেনের ছেলে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১