বইছে শৈত্যপ্রবাহ, থাকবে দুই-তিন দিন

বগুড়া নিউজ ২৪ঃ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। এটি আরও দুই তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সূর্যের দেখা মেলেনি। তবে দুপুর দুইটার পর কিছু স্থানে সূর্য দেখা যেতে পারে। এছাড়া রাজধানীসহ বিভিন্ন জেলায় কুয়াশাচ্ছন্ন থাকবে।

তিনি জানান, বুধবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা এ অবস্থায় থাকবে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

এদিকে সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১