রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বিধ্বস্ত

বগুড়া নিউজ ২৪ঃ  রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পরীক্ষামূলক উড্ডয়নের সময় এটি বিধ্বস্ত হয়। মঙ্গলবার বিভিন্ন সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস। মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বিমানবাহিনীর কাছে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান হস্তান্তর করার কথা ছিল। কিন্তু তার আগের দিনই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ২০২৮ সালের মধ্যে রাশিয়ার বিমানবাহিনীর কাছে ৬৭টি এ ধরনের যুদ্ধবিমান হস্তান্তরের কথা রয়েছে।

বিধ্বস্ত হওয়া রাশিয়ার যুদ্ধবিমানটির নাম সুখোই সু-৫৭। যুক্তরাষ্ট্রের এফ-২২ র‍্যাপটর যুদ্ধবিমানের জবাবে এটি তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। সংশ্লিষ্টরা বলছে, পাইলটের ভুলে কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হতে পারে। বিমান বিধ্বস্ত হওয়া সম্পর্কে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা ইউনাইটেড এয়ারক্র্যাফট করপোরেশন জানায়, পরীক্ষামূলক উড্ডয়নের সময় সুখোই সু-৫৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা বেসামরিক পাইলট বেঁচে আছেন। প্রসঙ্গত, এরই মধ্যে সিরিয়ার আকাশেও রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির সুখোই সু-৫৭ যুদ্ধবিমানের পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া মস্কোর প্যারেডেও প্রদর্শন করা হয়েছে এটি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১