ফিলিপাইনে টাইফুন ফ্যানফোনের আঘাত, নিহত ১৬

বগুড়া নিউজ ২৪ঃ দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ফ্যানফোনের আঘাতে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া অনেকে নিখোঁজ রয়েছেন। এতে দেশটির মধ্যাঞ্চল প্লাবিত হয়েছে।

বুধবার বড়দিনের উৎসবের মধ্যেই দেশটির বেশ কিছু গ্রাম ও কেন্দ্রীয় ফিলিপাইনের পর্যটন এলাকায় ১৯৫ কিলোমিটার গতিতে টাইফুনটি আঘাত হানে। টাইফুনে ঝড়-প্রবণ অঞ্চলে ঘরবাড়ি এবং গাছপালা ধ্বংস হয়ে গেছে এবং বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে পড়েছে শহরগুলো।

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ১০ হাজারেরও বেশি মানুষকে স্কুল, জিম এবং সরকারি ভবনে সরিয়ে নেয়া হয়েছে। ফেরি পরিষেবা বন্ধ থাকায় আটকা পড়েছেন হাজারও পর্যটক। বেশ কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গাছপালা উপড়ে অনেক শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে জনপ্রিয় পর্যটন রিসোর্ট বোরাকে। অনেক মানুষ বন্যার পানিতে ঘরের মধ্যে আটকা পড়েছেন।

ফিলিপাইন প্যাসিফিক ঘূর্ণিঝড় বেল্টের প্রধান একটি অঞ্চল। প্রতি বছর গড়ে ২০টি ঝড় এবং টাইফুন আঘাত হানে দেশটিতে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১