আইনজীবীদের এখন মাঠে নামতে হবে

বগুড়া নিউজ ২৪ঃ দেশে আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব। তিনি বলেন, ‘সময় এসেছে আইনজীবীদের নেতৃত্ব দেওয়ার। আইনজীবীদের এখন মাঠে নামতে হবে।’ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিলের জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।

খন্দকার মাহবুব বলেন, ‘আমি আইনজীবী। আমি বিশ্বাস করি, আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আমার নৈতিক দায়িত্ব রয়েছে। আমার ব্যক্তিগত জীবন থেকে দেখতে পাবেন, অনেক প্রতিকূল অবস্থায় আইন পেশায় আমি চেষ্টা করেছি, আইনের শাসন কায়েম রাখার জন্য।’ ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্যে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘দেশের এক ক্রান্তি লগ্ন চলছে। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার ও বিচার বিভাগ বলতে কিছু নেই।’ ল’ ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট বার সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী, ঢাকা বারের সাবেক ট্রেজারার অ্যাডভোকেট মোহাম্মদ শামসুজ্জামান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন মিঠু, সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, সাবেক সহকারী সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, ঢাকা বারের সাবেক অ্যাডভোকেট ট্রেজারার আবু বকর সিদ্দিক, বরিশাল বারের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, সিলেট বারের অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, ঢাকা বারের ড. হেলাল উদ্দিন, এস এম কামাল উদ্দিন, রাজশাহী বারের আবু মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম বারের আবদুল মোতালেব।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১