দ্বিতীয় দিন পার করল ইরান, চীন ও রাশিয়ার যৌথ মহড়া

বগুড়া নিউজ ২৪ঃ ইসলামি প্রজাতন্ত্র ইরান, চীন এবং রাশিয়া আজ (শনিবার) তাদের যৌথ মহড়ার দ্বিতীয় দিন পার করেছে। এদিনও ভারত মহাসাগর এবং ওমান সাগরে এই তিন দেশ মহড়া চালায়। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এই প্রথম তিন দেশ এ ধরনের নৌ মহড়া চালাচ্ছে। ভারত মহাসাগর, পারস্য উপসাগর ও ওমান সাগরের গুরুত্বপূর্ণ পানিসীমায় আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা রক্ষা, জলদস্যুতা এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবেলার লক্ষ্য নিয়ে গতকাল থেকে মহড়া শুরু হয়েছে এবং সোমবার পর্যন্ত তা অব্যাহত থাকবে।

যৌথ মহড়ায় তিনদেশই তাদের উন্নত ধরনের যুদ্ধজাহাজ পাঠিয়েছে। মহড়া অংশ নেয়া ইরানি বহরের প্রধান রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি জানিয়েছেন, ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে চালানো হচ্ছে এ মহড়া এবং নানা ধরনের ট্যাকটিক্যাল অনুশীলন করা হচ্ছে। তিনি জানান, এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক সমাজকে এই বার্তা দেয়া যে, তেহরান, মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ক একটা অর্থবহ পর্যায়ে পৌঁছেছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মহড়া সম্পর্কে বলেছেন, চলমান এই মহড়ার মাধ্যমে এই কথা পরিষ্কার হয়ে গেল যে, গুরুত্বপূর্ণ সমুদ্রসীমায় তিন মিত্রদেশ তাদের ভূমিকা পালনের প্রতিশ্রুতিবদ্ধ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১