মার্কিন সেনাবহরে বোমা হামলায় নিহত ২

বগুড়া নিউজ ২৪ঃ মার্কিন সেনাবহরে বোমা হামলায় ২ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তারা। যদিও তালিবান দাবি করছে, হামলায় নিহত সেনার সংখ্যা আরও বেশি। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, মার্কিন সেনাবহরে বোমা হামলা চালিয়েছে তালিবান। শনিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এই হামলা চালানো হয়। হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সেনাবহরকে লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় তালিবান। ন্যাটোর মুখপাত্র ও আফগানিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন। হামলা সম্পর্কে আফগানিস্তানের শীর্ষ এক সামরিক কর্মকর্তা বলেন, কান্দাহার প্রদেশের দান্দ জেলায় হামলা চালানো হয়েছে। এ সময় বোমাটি মার্কিন এক সাঁজোয়া যানে আঘাত হানে। বিদেশি সেনারা এলাকাটি ঘিরে রেখেছে। কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি আফগান সেনারাও সেখানে যেতে পারছে না। এ দিকে তালিবানের মুখপাত্র ক্বারী ইউসুফ হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, সাঁজোয়া যানের ভেতরে থাকা সব মার্কিন সেনা হামলায় নিহত হয়েছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ