এভাবে মাঠে নামা কি পেশাদার আচরণ?

বগুড়া নিউজ ২৪ঃ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের একমাত্র এলিমিনেটর ম্যাচে হাতে ১৪ সেলাই নিয়ে মাঠে নেমেছিলেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হাতে এমন চোট নিয়ে মাঠে নামায় ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে হাতে চোট পাওয়ার পরপরই খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মাশরাফি নিজেই। তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার ফেসবুক পোস্ট থেকেও চোট পাওয়ার পরপর জানা যায় যে, পরের ম্যাচেই মাশরাফি মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাশরাফির হাতে সেলাই নিয়ে মাঠে নামা উচিত হয়েছে কী হয়নি এ নিয়ে দ্বিধা-বিভক্তি দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আঘাত ছিল বাম হাতে যেহেতু ডান হাতি বোলার তার বল হাতে নিতে সমস্যা হয়নি। দুই বল ব্যাটও করেছেন তিনি। এই ম্যাচে মাশরাফির দল হারলেও আলোচনার কেন্দ্রে ছিল মাশরাফির মাঠে নামা ও তার ধরা একটি ক্যাচ।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের একটি ক্যাচ এক হাত দিয়ে ধরেন মাশরাফি। এই ক্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘সুযোগ ছিল না দুই হাত দেওয়ার। খেলার সময় হাত চলে যায় ওভাবে ক্যাচটা নিতে পেরেছি যখন বলটা দেখেছি স্লো আসছিল।’ গেল ১১ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বল হাতে লাগায় চোট পান বাংলাদেশের জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তখনই মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতের সার্জারির একটি ছবি দিয়ে লেখেন ১৪টি সেলাই লেগেছে, কিন্তু মাশরাফি বলছেন পরের ম্যাচেই খেলবেন। মাশরাফির এই মাঠে নামা নিয়ে ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদও কথা বলেন, ‘আজকে উনি ১৪টি সেলাই নিয়ে খেলেছেন। উনার জায়গায় আমি হলে জীবনেও চিন্তা করতাম না খেলার। উনি খেলেছেন, ভালো বোলিং করেছেন। ভালো একটি ক্যাচও নিয়েছেন, ক্রিস গেইলের শটটিতে বল অনেক স্পিন করছিল।’ মাশরাফির হাতে সেলাই নিয়ে খেলতে নামাটাকে পেশাদার আচরণ মনে করছেন না অনেক ভক্তরা। আবার অনেকে মনে করছেন এটা মাশরাফির ক্রিকেটের প্রতি নিবেদনের একটা নিদর্শন। ক্রিস গেইলের সঙ্গে মাশরাফির একটি ছবি নিয়েও আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছবিতে ক্রিস গেইল মাশরাফির হাত দেখছিলেন। অনেকে আবার মাশরাফিকে ‘অতিমানবীয়’ বলছেন। মাশরাফি সেলাই হাতে নিয়ে টস করতে নামার সঙ্গে সঙ্গেই তার এভাবে মাঠে নামা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটের দর্শক ও ভক্তরা। মাশরাফির চোট ও ইনজুরি বাংলাদেশের ক্রিকেটে সবসময়ই একটি আলোচনার বিষয়। অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়ং মোট ছয়বার মাশরাফির অস্ত্রোপচার করান। তারপরেও অদম্য মাশরাফি বাংলাদেশের সবচেয়ে সফল ওয়ানডে ক্যাপ্টেন। বিসিবি তাকে সম্মানের সঙ্গে বিদায় দিতে চাইলেও এই মুহূর্তে অবসরের চিন্তা নেই বলে জানিয়েছেন ম্যাশ। সূত্র : বিবিসি বাংলা

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ