বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল চীন-যুক্তরাষ্ট্র

বগুড়া নিউজ ২৪ঃ টানা দু’বছর ধরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এবার বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ট্রাম্প ও শি জিনপিংয়ের দেশ। গতকাল বুধবার ওয়াশিংটনে চুক্তি স্বাক্ষরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই চুক্তি মার্কিন অর্থনীতি পাল্টে দেবে।

এদিকে চীনারাও ওই চুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এই চুক্তির ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের উন্নতি হবে বলেও মনে করছেন তারা।

গালফ ট্রডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে দু’শ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করার প্রতিশ্রুতি দিয়েছে শি জিনপিংয়ের দেশ চীন। তার বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত নতুন শুল্ক অর্ধেক করার ব্যাপারে রাজি হয়েছে।

মার্কিন চেম্বার অব কমার্সের চীন সেন্টারের প্রধান জেরেমি ওয়াটারম্যান এ ব্যাপারে বলেন, সামনে আরো বহু কাজ আছে। আজকের দিনটি উপভোগ করা উচিত সবার। দ্বিতীয় পর্যায়ে টেবিলে ফিরে আসতে খুব বেশি সময় নেওয়া হবে না।

এর আগে চীনের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব হিসেবে মার্কিন পণ্যের ওপরও বাড়তি শুল্ক আরোপ করে চীন। এরপর উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়।

জানা গেছে, প্রথম পর্যায়ের ওই চুক্তিতে উভয় পক্ষ কৃষিপণ্য, জ্বালানি, শিল্পপণ্যসহ অন্যান্য পণ্য ক্রয়ে রাজি হয়েছে। প্রযুক্তি বিনিময়, মেধাস্বত্ব, কৃষি, আর্থিক সেবা, মুদ্রা, আন্তর্জাতিক মুদ্রা বিনিময়সহ অনেক বিষয় থাকছে ওই চুক্তিতে।

সূত্র : গালফ টুডে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ