বেনাপোল কাস্টম হাউস: মোটরসাইকেল আমদানিতে ৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি

বগুড়া নিউজ ২৪ঃ বেনাপোল কাস্টমস হাউসে মিথ্যা ঘোষণা দিয়ে মোটরসাইকেল আমদানি করে ৫০ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়ার ঘটনা ধরা পড়েছে। আরও ১০০ কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা তদন্ত করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

এছাড়া সব এলসি ও বি/ই এর পণ্যের রফতানিকারকের প্রিমিসিস থেকে পণ্য কন্টেইনার ও ট্রাকে করে পরিবহনের সময় ইস্যু করা রিসিট পর্যালোচনা করে তদন্ত অধিদফতর জালিয়াতির প্রমাণ পেয়েছে। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মেসার্স শামসুর রহমান এবং সুজন এন্টারপ্রাইজ জালিয়াতির মাধ্যমে বড় ধরনের শুল্ক ফাঁকি দিয়েছে। পণ্য চালানে এলসি, ইনভয়েজ ও প্যাকিং লিস্ট জালিয়াতি করে শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিং করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, আমদানিকারক ও সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্ট যোগসাজশ করে বড় ধরনের শুল্ক ফাঁকি দিয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ