বগুড়ায় দারুল উলূম ইউসুফিয়া মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিল

বগুড়ার চকলোমানে দারুল উলূম ইউসুফিয়া মাদরাসার উদ্যোগে ওয়াজ মাহফিল গত বুধবার রাতে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিল অনুষ্ঠান আইনজীবী শেখ মোঃ রেজাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র আহŸায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবিক মূল্যবোধের লক্ষ্যে এ ধরনের ওয়াজ মাহফিল অত্যন্ত গুরুত্ববহ। মানুষের নৈতিকতাবোধে এ ধরনের অনুষ্ঠানে অংশ নেয়া প্রত্যেক ধর্মপ্রান মুসলমানের প্রয়োজন। মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৎ চরিত্রবান হিসেবে গড়তে হলে ইসলামের পুর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অনুসরণ ও অনুকরণ করতে হবে। বরেন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জামিল মাদ্রাসা বগুড়ার শিক্ষক আলহাজ্ব হাফেজ মাওঃ মুফতি মোঃ আতাউল্লাহ নিজামী, আলহাজ্ব মাওঃ মনসুরুল হক, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, শহিদুল আলম পাইলট। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, শহিদুন্নবী সালাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, অতুল চন্দ্র দাস। আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা হারুনুর রশিদ সুজন, শাহিন, রিমন, সোহেল রানা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নুলে আলম সিদ্দিকী রিগ্যান, বাপ্পি, বাধন, রাফিউল, মামুন, সোহেল সহ প্রমূখ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওঃ ইয়াকুব নজীর চাটগামী, সাইখুল হাদীস ও শিক্ষা সচিব জামিল মাদ্রাসা বগুড়া। ওয়াজ মাহফিল শেষে প্রধান বক্তা দেশ জাতির জন্য বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদরাসার হাফেজদের মাথায় পাগড়ি পরে দেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ