সিএনএনের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

বগুড়া নিউজ ২৪ঃ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আটলান্টার একটি আদালতে ট্রাম্পের প্রচারণা শিবির মামলাটি দায়ের করে।

প্রচারণার ধরনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পথ খুলে গেছে বলে মতপ্রকাশ করায় সংবাদমাধ্যমটির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নিয়েছে রিপাবলিকান শিবির। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিএনএন।

১০ দিনের মধ্যে শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পশিবিরের এটি তৃতীয় মামলা। এর আগে নিউইয়র্ক টাইমস আর ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ট্রাম্পশিবির।

তিনটি মামলাই করা হয়েছে, ২০১৯ সালে প্রকাশিত বিভিন্ন সম্পাদকীয় ইস্যুতে। সবগুলো লেখাতেই উঠে এসেছিল রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের নীতিবহির্ভূত সম্পৃক্ততার বিষয়টি।

অবশ্য যুক্তরাষ্ট্রের আইনে কলাম লেখকদের সুরক্ষা নিশ্চিত থাকায় মামলাগুলোতে জেতা সহজ হবে না বলে মত বিশ্লেষকদের।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ