সারিয়াকান্দিতে নির্বাচনী প্রচার কালে সন্ত্রাসী কর্তৃক বিএনপি প্রার্থীর গাড়ী ভাংচুর

ষ্টাফ রিপোর্টার ঃ বগুড়ার সারিয়াকান্দিতে নির্বাচনী প্রচার কালে সন্ত্রাসী কর্তৃক বিএনপির প্রার্থীর গাড়ী ভাংচুর করা হয়েছে। জানা যায় বুধবার সকাল ১১টায় সারিয়াকান্দি সদরের পারতিতপরল, চান্দিনানোয়ারপাড়া ও তাজুর পাড়া গ্রামে বিএনপির পূর্ব নির্ধারিত গণ সংযোগ ও পথসভার কর্মসূচি থাকায় প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির তার কর্মী নিয়ে গণসংযোগ করা কালীন সময়ে কিছু সন্ত্রাসী হামলা করে ২টি গাড়ী ভাংচুর করে এবং চার জন নেতা কর্মী আহত হয়। আহতরা হলেন জাতীয়তাবাদী তাতি দলের কেন্দ্রীয় সভাপতি মো: আবুল কালাম আজাদ, যুবদল নেতা আলেপ উদ্দিন, হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা ও যুবদল কর্মী নয়ন। পরে বিএনপি প্রার্থী আহসানুল তৈয়ব জাকির হাটশেরপুর ইউনিয়নে তাজুর পাড়া গ্রামে গণসংযোগ শেষে পথসভা করেন। এতে সভাপতিত্ব করেন হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন রেজা। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: নূর-এ-আজম বাবু প্রমুখ। দুপুর ১.৩০ টার দিকে তাজুর পাড়া গ্রামে গণসংযোগ শেষে ফেরার পর কিছু সন্ত্রাসী তাজুর পাড়া গ্রামের বিএনপি কর্মী টুকু মিয়ার পুত্র বেলাল হোসেনের বাড়িতে হামলা করে ভাংচুর করে ও অগ্নিসংযোগ করে। ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের লোকজন পৌছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে ভাব বিরাজ করছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় কোন মামলা করেনি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ