বগুড়ার গাবতলীতে দুঃস্থদের খোঁজে চেয়ারম্যান রবিন খাঁন

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলীতে প্রশাসনের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন তিনিও ২৮মার্চ/২০ শনিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে করোনা ভাইরাস বিষয়ে সচেতনামূলক কথা বলে নানা শ্রেণী পেশার মানুষদের মাঝে জীবাণুমুক্ত করণ হেক্স্রিসল (হ্যান্ড বার) দেন। এ ছাড়া উপজেলার সোনারায়, রামেশ^রপুর ও নাড়–য়ামালা ইউনিয়নের বিভিন্ন এলাকার দিনমজুর, রিক্স্রা-ভ্যান শ্রমিক ও কর্মহীন দুঃস্থ মানুষদের মাঝে তিনি (রবিন খাঁন) স্বশরীরে গিয়ে প্রথমে করোনা ভাইরাস বিষয়ে সচেতনামূলক কথা বলেন। পরে গরীব অসহায় মানুষদের খোঁজ-খবর নিয়ে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর। অপর দিকে করোনা ভাইরাস কারনে জেলা পুলিশের উদ্যোগে গাবতলী মডেল থানা পুলিশ গতকাল উপজেলা সদরের বিভিন্নস্থানে জলকামান দিয়ে জীবাণু নাশক স্প্রে করেছেন। এতে নেতৃত্বে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) সাবিনা ইয়াসমিন ও থানার ওসি সাবের রেজা আহম্মেদ। এ ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলকসহ নানামূখি সার্বক্ষণিক কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ রওনক জাহান এবং সহকারী কশিশনার (ভুমি) সালমা আকতার লিজা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ