মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে যানজট

বগুড়া নিউজ ২৪ঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলেমিটার এলাকা যানজটে স্থবির হয়ে আছে। মেঘনা–গোমতী সেতুর দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় অপ্রয়োজনীয় গাড়ি আটকে দেওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গতকাল রোববার রাত ১২টা থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে পণ্যবাহী চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মহাসড়কে গাড়ি রেখে অনেক চালক ঘুমিয়ে পড়েছেন। বিপাকে পড়েছেন রোগীবাহী গাড়ি, সবজিবাহী গাড়ির চালকসহ জরুরি প্রয়োজনে ঢাকাগামী যাত্রীরা।

আজ সোমবার দুপুরে মহাসড়কের দাউদকান্দির হাসানপুর, বিশ্বরোড, গাজীপুর, শহীদনগর, বারপাড়া, গৌরীপুর, হরিপুর এলাকায় সরেজমিনে গিয়ে যানজটের দৃশ্য দেখা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন বলেন, মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী অপ্রয়োজনীয় গাড়ি আটকে দেওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১