নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান জিন্নাহ’র বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচার বন্ধের আহবান

প্রেস রিলিজ : উপজেলা পরিষদ এসোসিয়েশন বগুড়া জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ’র বিরুদ্ধে চক্রান্ত, মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিপুল ভোটে নির্বাচিত হয়ে জনগনের কল্যানে কাজ করছেন নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলা সহ সর্বদা জনগনের পাশে রয়েছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল চক্রান্তে লিপ্ত। সেই কুচক্রিমহল নন্দীগ্রামের চাপিলাপাড়া আশ্রয়ন প্রকল্পের লোকজনদের দিয়ে মানব বন্ধন করে সেখানে মিথ্যা, অপপ্রচার চালিয়েছে। বর্তমান পরিস্থিতিতে, যেখানে করোনা সংক্রমনের আশংকা রয়েছে সেই মুহুর্তে একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে লোকজনকে ভুল বুঝিয়ে মানববন্ধনে এনে জনসমাগম বিষয়টি প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। এতগুলো মানুষ একত্রিত হওয়া পুলিশ প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। কিভাবে এতগুলো মানুষ একত্রিত হয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে মানববন্ধনের নামে অপপ্রচারে অংশ নিয়েছে তার সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদ এসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, সাধারণ সম্পাদক ও বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
বিবৃতিদাতারা অবিলম্বে উপজেলা চেয়ারম্যান জিন্নাহ’র বিরুদ্ধে সকল অপপ্রচার মিথ্যাচার বন্ধ করার আহবান জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০