জয়পুরহাট ইসলামী ব্যাংকের আরো ২২ জন আক্রান্ত

জয়পুরহাট প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ জয়পুরহাট শাখার ব্যবস্থাপক সহ আরো ২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে ওই ব্যাংকের আরো ১২জন আক্রান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে গত ৩০জুন ব্যাংকটি লকডাউন করা হয়। জয়পুরহাট সিভিল সার্জন ডা: সেলিম মিয়া শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকের ব্যবস্থাপক মঈন উদ্দীন জানান,ফলাফল বিলম্বের কারণে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিক্যাল হাসপাতাল ল্যাবে তাদের ব্যাংক স্টাফদের নমুনা পরীক্ষা শুরু করা হয়। পরীক্ষায় গত ৩০ জুন ব্যাংকের ৬ জন কর্মকর্তাসহ ১২জন আক্রান্ত হলে ওইদিনই ব্যাংকটি লকডাউন করে প্রশাসন। বন্ধের কারণে যা কার্যকর হয় ২ জুলাই থেকে। শুক্রবার একই হাসপাতালে পরীক্ষার পর তিনি নিজে সহ আরো ২২জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। লকডাউনের কারণে ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে।
জয়পুরহাট সিভিল সার্জন ডা: সেলিম মিয়া বলেন,‘জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪৯ জন। সুস্থ্য হয়েছেন ২০৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় কারো মৃত্যু হয়নি বলেও তিনি জানান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ