চলে গেলেন বৃক্ষ প্রেমিক অধ্যক্ষ আব্দুল মান্নান বিভিন্ন মহলে শোক

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ এম এইচ (বিশ্ব.) কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও প্রেসিডেন্ট পুরস্কার প্রাপ্ত সবুজ নার্সারীর সত্ত¡াধিকারী, মহাস্থান হযরত শাহ সুলতান বলখী(রঃ) মাযার মসজিদ কমিটির সদস্য ও বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বৃক্ষ প্রেমিক আব্দুল মান্নান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নেন। তিনি করোনাকে জয় করলেও বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে তিনি ইন্তেকাল করেন। ইন্না…… রাজিউন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্যগুনগ্রাহী রেখে যান । তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ, উপজেলা নির্বাহী অফিসার ও শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ এর সভাপতি মোঃ আলমগীর কবীর, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, অধ্যক্ষাপক ছারোয়ার জাহান, অধ্যাপক নজরুল ইসলাম, জামিদুল ইসলাম প্রমুখ। মরহুমের পরিবারের পক্ষে সবুজ নার্সারীর ম্যানেজার নুর ইসলাম এর সাথে ০১৮৬২১৬৯১৯০ মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আগামীকাল শনিবার সকাল ১০ ঘটিকায় মহাস্থান মাজার চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং মরুহমের প্রতিষ্ঠিত মাদ্রাসা গোকুলে রিয়াজুল জান্নাত বহুমুখী ইসলামি নিকেতনে মরহুমের লাশ দাফন সম্পন্ন করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ