সোনাতলার বন্যা কবলিত কেন্দ্র সমূহ পরিদর্শনে বগুড়া জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক শুক্রবার  সোনাতলা উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং ১৪ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া ০১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বন্যা কবলিত কেন্দ্র সমূহ পরিদর্শন করেন। তিনি শুক্রবার সোনাতলার তেকানী চুকাইনগর  ইউনিয়নের বন্যা কবলিত ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেন । তিকানী চুকােইনগর ইউনিয়নের ভোট কেন্দ্রগুলো হলো তেকানী পিএম দাখিল মাদ্রাসা,  মহেশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গি সরকারী প্রাথমিক বিদ্যালয়। এসময় জেলা প্রশাসক এলাকায় সাধারন মানুষের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন এবং বন্যা দুর্গত মানুষের সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করেন। 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শফিকুর আলম, সহকারী কমিশনার (গোপনীয়) জনাব মোঃ আশরাফুর রহমান, সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ