ভোলায় আরো ১২ জনসহ করোনা শনাক্ত ৩৮৮

বগুড়া নিউজ ২৪ঃ ভোলায় নতুন করে আরো ১২ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৮ জনে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন ও তজুমদ্দিনে ৬ জন রয়েছে।

আজ রবিবার (১২ই জুলাই) ভোলার সিভিল দপ্তর এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৮৮ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৭৫ জনের মধ্যে সুস্থ ৯৮ জন। দৌলতখানে আক্রান্ত ২৮ জনের মধ্যে সুস্থ ১৯ জন।

বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৮ জনের মধ্যে সুস্থ ২৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩০ জনের মধ্যে সুস্থ ৭ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২২ জনের মধ্যে সুস্থ ৯ জন।

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৪০২০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৭৯৯ জনের। এছাড়া ২২১ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।

অপরদিকে নতুন করে আরো ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫১৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ৪৮৯৬ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে আছে ২৮৯ জন। আইসোলেশনে আছে ১৩ জন

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ