হাটহাজারী মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ৩ শিক্ষক

বগুড়া নিউজ ২৪ঃ হাটহাজারী মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর মাদ্রাসাটি নতুন করে পরিচালনার দায়িত্ব পেয়েছেন মাদ্রাসার তিন সদস্যের পরিচালক প্যানেল। তারা হলেন মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা ইয়াহিয়া, আল্লামা শেখ আহমেদ ও মাওলানা মুফতি আব্দুস সালাম।

এছাড়া মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আনাস মাদানীর পদে শিক্ষা সচিব এবং প্রধান শায়খুল হাদীস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় শুরা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা শেখ আহমেদ।

আল্লামা শফীর স্থলে পূর্ণাঙ্গ মহাপরিচালক নিযুক্ত না হওয়া পর্যন্ত উল্লেখিত তিন আলেমের নেতৃত্বে থাকবেন আল্লামা ইয়াহিয়া।

তিন সদস্য বিশিষ্ট কমিটি মাদ্রাসার সব কাজের সুরাহা করবেন এবং ব্যাংকসহ সব হিসাবপত্র তাদের তিন জনের স্বাক্ষরেই হবে। সবারই সমান অধিকার। কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না।

পরবর্তী শুরা কমিটির সভা না হওয়া পর্যন্ত এভাবেই মাদ্রাসার কার্যক্রম চলবে বলে জানান আল্লামা শেখ আহমেদ।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০