অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীকে অপহরনের দায়ে এক যুবক ও ভুয়া কাজীকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ– অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীকে অপহরনের দায়ে এক যুবক ও ভুয়া
কাজীকে গ্রেফতার করেছে রবিবার সন্ধ্যায় সোনাতলা পুলিশ। ইতি পূর্বে ২২ শে
সেপ্টেম্বর ঐ স্কুল ছাত্রীকে গোসাইবাড়ী গ্রামের বাড়ী থেকে অপরহরণকারী দল অপহরণ
করে নিয়ে যায়।
পরে গতকাল রবিবার রাতে অপহৃত ছাত্রীর বাবা হাফিজার রহমান সোনাতলা থানায় একটি
অপহরণ মামলা দায়ের করেন। মামলার আসামী ছিল ছয়জন এর মধ্যে কথিত বর ও ভুয়া
কাজীকে পুলিশ গত কাল রাতে গ্রেফতার করে।
ঐ স্কুল ছাত্রী সোনাতলা উপজেলার বয়রা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী।
মামলার আসামীরা হলেন- ১) মোঃ রফিকুল ইসলাম (৪০), ২) মোঃ রকি মিয়া (৩৫), ৩) ভুয়া
কাজী মোঃ মোস্তাফিজার রহমান (৪৫), ৪) মোঃ আমিনুর ইসলাম (৬০), ৫) মোঃ আব্দুল
মজিদ (৫৫), ৬) মোঃ কামাল শেখ (৩০)।
পুলিশ বলেছেন মামলা দায়ের করার পরপরই পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য তৎপর হয়ে ওঠে
এবং এক পর্যায়ে পশ্চিম গোসাইবাড়ী এলাকার মূল অপহরণ কারীর খালার বাড়ী থেকে
মেয়েকে উদ্ধার করে এবং কথিত বর রফিকুল ইসলাম ও ভ‚য়া কাজী মোঃ মোস্তাফিজুর
রহমান ওরফে ফুল মাষ্টার প্রধান শিক্ষক তেলিহাটা মধ্যপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়কে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায় সেপ্টেম্বর ২২ তারিখ রাতে অপহৃত স্কল ছাত্রী প্রকৃতির ডাকে
সারা দিয়ে ঘর থেকে বাহিরে গেলে অপহরণ কারী দল তাকে অপহরণ করে নিয়ে যায় এবং
অনেক চেষ্টা করে তার সন্ধান না পেয়ে মেয়েটির বাবা থানায় অভিযোগ করে এবং এর
ফলশ্রæতিতে পুলিশ গত রবিবার অপহরণকারী ও ভুয়া কাজীকে গ্রেফতার করে।
ভিকটিম ছাত্রীর বাবা হাফিজার রহমান জানান অপহরণকারীরা অনেক দিন থেকে আমার
মেয়েকে উত্যক্ত করছিল এবং হুমকি দিচ্ছিল।

জাহিদ হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান মামলা দায়ের করার পরপরই পুলিশ
ভিকটিমকে উদ্ধারের জন্য তৎপর হয় এবং পরে মেয়েটিকে উদ্ধার করে এবং দুই জনকে
গ্রেফতার করে। অপর চার জন আসামী এখন পলাতক তাদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর
আছে।
তহমিনা খাতুন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান একজন সরকারি কর্মচারী
কোনভাবেই এরকম অপরাধ কর্মের সংগে জড়িত থাকতে পারেন না। যদি তদন্ত সাপেক্ষে
প্রমাণিত হয়, তাকে বরখাস্ত করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পুরানো সংবাদ